ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

ইউপি নির্বাচনের ভোট চলাকালীন গোলাগুলিতে নিহত ১, আহত ১৬

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনের ভোট চলাকালীন গোলাগুলিতে আকতারুজ্জামন পুতু (৩৫) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় নারীসহ আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় ওই সহিংসতার ঘটনা ঘটে।


নিহত আকতারুজ্জামন খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও বর্তমান মেম্বার শেখ কামালের ছোট ভাই। এ ছাড়া গোলাগুলিতে আহতদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।


কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সহিংসতার ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ বেশ কয়েকজন আহত হন। পরে সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া হলে আহত আকতারুজ্জামান পুতুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।


এ দিকে, নির্বাচনি সহিংসতার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ads

Our Facebook Page